মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ডেন্টাল বিভাগের যাত্রা শুরু বারইয়ারহাট বিএম হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা পেল সহস্রাধিক রোগী বর্বর ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল। শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন জামায়াতে যোগ দিলেন কুলিয়ারচরে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন মার্চ ফর গাজা: কোন পথে যাবেন, জেনে নিন নির্দেশনা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মী সভা আদমদীঘিতে ১২০পিস এ্যাম্পুলসহ একজন গ্রেপ্তার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট মোংলার পার্শ্ববর্তী জিউধারায় ৩ দিনব্যাপী সাধুর মেলা বারুণী স্নানে লাখো মানুষের ঢল ভোলায় সদর হাসপাতালের ডাক্তারকে গণধোলাই লাখাইয়ে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং ও ক্যামিকেল যুক্ত আইসক্রিম, স্বাস্থ্য ঝুকিতে কোমলমতি শিশুরা। দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট: তহবিলের দাবি

মারধরের পরে ডিবি পুলিশকে দিয়ে এক যুবককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ


জামালপুরের ইসলামপুর উপজেলায় শত্রুতার জের ধরে পকেটে ইয়াবা বড়ি ঢুকে দিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের যোগসাজশে এক যুবককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিক্ষের বিরুদ্ধে। 

ভুক্তভোগী যুবকের নাম শফিকুল ইসলাম শিপন (৩৬)। তিনি ইসলামপুর পৌর শহরের বেপারীপাড়া এলাকার মৃত রজব আলীর ছেলে। অরপদিকে অভিযুক্তের নাম জর্দান বেপারী (২৮)। তিনি একই এলাকার নেকা বেপারীর ছেলে। 



গত সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া রেল গেট এলাকায় ওই ঘটনাটি ঘটে। পরদিন মঙ্গলবার বিকেলে ইসলামপুর থানায় ডিবি পুলিশের দায়ের করা মাদক মামলায় শিপনকে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে জেলা ডিবি-২ শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. এমদাদুল হক বাদী হয়ে শিপনের বিরুদ্ধে একটি মাদক আইনের মামলা করেছেন।


মামলা সূত্রে জানা গেছে, রেলগেট এলাকা সংলগ্ন পূর্ব পার্শ্বে চৌরাস্তা মোড়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ডিবি পুলিশের একটি দল উপস্থিত হন। পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টাকালে শিপনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় দেহ তল্লাশি করে তার কাছ থেকে পুলিশ ১৫টি কথিত ইয়াবা বড়ি জব্দ করে। জিজ্ঞাসাবাদে পুলিশকে শিপন জানায়, সন্ধ্যায় শত্রুতার জের ধরে প্রতিবেশী জর্দান বেপারীসহ তার তিন ভাই মিলে তাকে মারপিট করেছে। পরে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিপনকে চিকিৎসা করান পুলিশ। 



স্থানীয় সূত্রে জানা যায়, শিপনের শশুর একই এলাকার বাসিন্দা দিলিপ বেপারীর সঙ্গে জর্দান বেপারী ফুফু ঝর্না বেগমের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে উভয় পক্ষ ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জর্দান তাঁর ফুফুর পক্ষালম্বন করে শিপনকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। এক পর্যায়ে ঘটনার দিন সন্ধ্যায় জর্দানসহ তাঁর ভাই আনোয়ার এবং রুবেল পৌর শহরের ধর্মকুড়া রেলগেট এলাকায় শিপনকে একা পেয়ে বেড়ক মারধর করে আটকে রাখে। পরে শিপনের পকেটে ইয়াবা বড়ি

ঢুকে দিয়ে তাকে জেলা ডিবি পুলিশের কাছে সোপর্দ করে জর্দান বেপারীসহ তার ভাইয়েরা। 


ভুক্তভোগী শিপনের স্ত্রী সাজনী বেগম বলেন, 'শত্রুতার জের ধরে ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে আমার স্বামীকে রাস্তায় একা পেয়ে রিকশা থেকে নামিয়ে বেড়ক মারধর করে জর্দান বেপারীসহ তার ভাই রুবেল ও আনোয়ার। পরে ইয়াবা বড়ি হাতে ধরিয়ে দিয়ে আমার স্বামীকে ডিবি পুলিশের হাতে তোলে দেয় তারা। জর্দান বেপারীদের কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে ডিবি পুলিশ ঘটনার তদন্ত না করে আমার স্বামীকে মাদক মামলায় কারাগারে পাঠিয়েছে। আমার স্বামীকে মারধর করা হলেও ডিবি পুলিশ আইগত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।'


শিপনের মা ছালেহা বেগম বলেন, 'জমি সংক্রান্ত বিরোধের জেরে জর্দান বেপারীসহ তার দুই ভাই শিপনকে পিটিয়ে গুরুতর আহত করে। ডিবি পুলিশ ঘুষ খেয়ে আমরা পেলারে মিথ্যে মামলা দিয়েছে। আমরা ডিবি কার্যালয়ে শিপনকে ফাঁসানো হয়েছে জানালে ডিবি পুলিশ আমাদের কথা আমলে নেয়নি।'


পত্যাক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সবুজ বেপারী, জমরুল বেপারী, পথচারী আকবর এবং আসমা বেগম বলেন, 'শিপনকে আটকে রেখে বেড়ক পিটুনি দেয় জর্দান বেপারী ও তার ভাই রুবেল এবং আনোয়ার। পরে ঘটনাস্থলে ডিবি পুলিশের একটি দল এসে শিপনকে নিয়ে যায়। 


অভিযুক্ত জর্দান বেপারী, রুবেল ও আনোয়ার বলেন, 'আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ঠিক নয়। আমরা কাউকে মারধর করিনি।'


মাদক মামলার বাদী ও জেলা গোয়েন্দা (ডিবি)-২ শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. এমদাদুল হক বলেন, 'ঘটনার সবকিছুই মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এরচেয়ে বেশি কিছু বলার নেই বলেই মোবাইল ফোনের সংযোগ কেটে দেন তিনি। পরে একাধিকবা চেষ্টা করা হলেও, তিনি কল রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।


মাদক মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, 'শিপনকে কেউ আটক রাখেনি। আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। শিপন আমাদের জানিয়েছেন, শত্রুতার জেরে গ্রেপ্তারের আগে প্রতিবেশী জর্দান বেপারীসহ তাঁর ভাই আনোয়ার এবং রুবেল তাঁকে মারধর করেছে। মারধরের বিষয়ে আমরা তাঁর পরিবারকে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।'


জেলা ডিবি-২ শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, 'শিপনকে আমাদের টিম রাস্তা থেকে গ্রেপ্তার করেছে। তার কাছে থাকা ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। সে মাদক সেবন করার কথা স্বীকার করেছে। তাকে চিকিৎসা করানো হয়েছে। গ্রেপ্তারের আগে কেউ যদি তাকে মারধর করে থাকে, তবে হাসপাতাল থেকে চিকিৎসা সনদ নিয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করতে পারবে। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ঠিক নয়। তবে কাজ করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হতে পারে।'


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'ইয়াবা বড়ি রাখার দায়ে শিপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেপ্তারের আগে তিনি যদি মারধরের শিকার হয়ে থাকেন, সেবিষয়ে তার পরিবার আইগত পদক্ষেপ নিতে পারেন। অভিযোগ পেলে আমরা আইনানুসারে ব্যবস্থাগ্রহণ করব।'

আরও খবর

ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে