জামালপুরের ইসলামপুর উপজেলায় ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধকরণসহ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে ইসলামপুর পৌর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর সরকারি কলেজ গেট থেকে একটি ঝটিকা মশাল মিছিল বের হয়ে রেল গেট এলাকায় এসে শেষ হয়। এসময় 'আমার সোনার বাংলায় খুনি হাসিনার ঠাঁই নাই', 'রাষ্ট্রপতির পদত্যাগ চাই', 'ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ চাই', 'ছাত্রলীগের চামড়া, তোলে নেব আমরা', 'আবু সাঈদ মুগ্ধ, শেষ করিনি যুদ্ধ,' ইত্যোকার নানা স্লোগান দিতে শোনা যায় মিছিলকারীদের। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সমন্বয়ক হাফিজুর রহমান। মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আহসানুল্লাহ এবং ছাত্রদলের ইসলামপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সাব্বির।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধকরণসহ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি ঝটিকা মশাল মিছিল হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই মিছিলকারীদের কাউকে পাওয়া যায়নি।'
২ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে
১৪ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৭ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে
১৮ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে