ইসরায়েলি হামলায় ছিন্ন-ভিন্ন হয়ে যাচ্ছে গাজাবাসীর দেহ আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে পাঁচ মাদকসেবীকে জেল-জরিমানা ঝিনাইগাতীতে মেলায় জুয়ার আসর উচ্ছেদে যাওয়ায় পুলিশের ওপর হামলা চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শাজাহানপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ মণ পলিথিন জব্দ !!! চৌদ্দগ্রাম হোটেল টাইম স্কয়ার এবং হোটেল তাজমহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. কাঠের জীপ গাড়ি তৈরি করে তাক লাগিয়েছন অভয়নগরের আসলাম হোসেন ডোমারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ফিলিস্তিনিদের পক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, ক্লাস-পরীক্ষা বন্ধ শ্যামনগরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা ইসলামপুরে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ইউএনওর অ্যাকশন নাগেশ্বরীতে দুধকুমার নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রাজবাড়ীতে ৭৫ পুড়িয়া হেরোইন সহ মাদকারবারি গ্রেফতার। রেমিট্যান্সে নতুন রেকর্ড, মার্চে এলো ৩২৯ কোটি ডলার ক্ষেতলালে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশকে দেখার নেশায় ছুটছেন কুবির রাফি গাজায় নৃশংস হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষনা: তিতুমীরের শিক্ষার্থীদের । লাখাইয়ে গ্রামের যুবমহল স্মার্টফোনের ছোঁয়ায় আজ ধ্বংসের প্রান্তে। গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন শান্তিগঞ্জে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান

এসআই হাবিবুল্লাহর বিরুদ্ধে ঘুষগ্রহণসহ রিমান্ডে নির্যাতনের সাক্ষ্য দিলেন ভুক্তভোগীরা

জামালপুর দেওয়ানগঞ্জ মডেল থানার উপপরিদর্শকের (এসআই) মোহাম্মদ হাবিবুল্লাহর বিরুদ্ধে ঘুষগ্রহণসহ রিমান্ডে নির্যাতনের শিকার ভুক্তভোগীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সাক্ষ্য দিয়েছেন।


বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুমন কান্তি চৌধুরীর নিকট ভুক্তভোগীরা সাক্ষ্য দেন। এসময় অভিযুক্ত এসআই হাবিবুল্লাহকে ভুক্তভোগীদের মাঝে উপস্থিত করে জেরার মুখোমুখি করা হয়। 



অভিযোগকারী তাঁর অভিযোগপত্রে উল্লেখ করেছেন, চর আমখাওয়া ইউনিয়নস্থ মিতালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি থাকা অবস্থায় গত ১০ এপ্রিল রাতে মিতালী উচ্চবিদ্যালয়ের ল্যাব থেকে ১২টি ল্যাপটপ চুরি হয়। এনিয়ে ১৭ এপ্রিল অজ্ঞাত আসামি দিয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে বাদী দিয়ে মামলা করান ম্যানেজিং কমিটির সভাপতি ও চর আমখাওয়া ইউপির সদস্য বকুল ইসলাম। মামলাটির তদন্তের দায়িত্ব পান এসআই হাবিবুল্লাহ।

২২ এপ্রিল তৎকালীন ওসি বিপ্লব কুমার বিশ্বাস, তদন্ত ওসি হাবিব সাত্তীর সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা হাবিবুল্লাহ বিদ্যালয়ে এসে চোর সনাক্তে ৬ হাজার টাকা ব্যয় হওয়ার কথা বলে বকুল মেম্বারের কাছে ১০ হাজার টাকা নেন।

এর দুইদিন পর চোরদের গ্রেপ্তার না করে উল্টো মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুল্লাহ বকুল মেম্বারকে জানায়, মামলার বাদী প্রধান শিক্ষক নিজেই চুরির সঙ্গে জড়িত। সেকারণেই প্রধান শিক্ষককেই গ্রেপ্তার করতে হবে। এই কথা বলে বকুল মেম্বারকে হুমকি দিয়ে টাকা দাবি করেন তিনি। টাকা না দিলে ভিত্তিহীন মামলায় প্রধান শিক্ষককে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। এক পর্যায়ে অনেকটাই বাধ্য হয়েই বকুল মেম্বার এসআই হাবিবুল্লাহকে ৪০ হাজার টাকা দেন। এছাড়া চোরকে গ্রেপ্তার করতে খরচ বাবদ এসআই হাবিবুল্লাহ দুই দফায় বকুল মেম্বারের কাছে বিকাশ অ্যাকাউন্টে দুদফায় ২০ হাজার নেন। ঘটনাস্থল পরিদর্শনের কথা বলে মামলার বাদী প্রধান শিক্ষককে দিয়ে গত ২ মে সকাল ৯ টার দিকে মামলার এজাহার 'নামনীয় ২ নম্বর সাক্ষী ও বিদ্যালয়টির নৈশপ্রহরী মো. লিটন মিয়া (৩০)-কে বিদ্যালয়ে ডেকে নিয়ে থানায় যায় এসআই হাবিবুল্লাহ। থানায় লিটন মিয়াকে ব্যাপক নির্যাতন করে তাকে দিয়ে বলানোর চেষ্ঠা করানো হয় যে, ল্যাপটপগুলো প্রধান শিক্ষক এবং বকুল মেম্বার নিজেই চুরি করেছে। পরদিন ৩ মে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয় লিটন মিয়াকে। ১৩ মে লিটন মিয়াকে ২ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হয়। রিমান্ডে লিটনকে ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতন করে এসআই হাবিবুল্লাহ। পুলিশী নির্যাতনের ভয় দেখিয়ে অনেকটাই বাধ্য করে বকুল মেম্বারের কাছে এসআই হাবিবুল্লাহ ৪০ হাজার টাকা হাতিয়ে নেন। এসআই হাবিবুল্লাহর হয়রানি থেকে মুক্তি পেতে ্াদীকে দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তের আবেদন করান বকুল মেম্বার। আবেদনের প্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই আবু রায়হান। ইতিমধ্যে এসআই হাবিবুল্লাহ শেরপুরে বদলি হয়েছেন।



ভুক্তভোগী বকুল ইসলাম মেম্বার বলেন, 'দুপুর সাড়ে ৩টার দিকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এসআই হাবিবুল্লাহ কর্তৃক হয়রানির ঘটনায় আমিসহ দুইজন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুমন কান্তি চৌধুরী স্যারের নিকট সাক্ষ্য দিয়েছি। স্যার আশ্বস্ত করেছেন, আমরা ন্যায় বিচার পাব।'


দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুমন কান্তি চৌধুরী বলেন, এসআই হাবিবুল্লাহর বিরুদ্ধে অভিযোগের তদন্তকাজ শুরু করা হয়েছে। অভিযোগকারীদের সাক্ষ্য নিয়েছি। অভিযুক্ত এসআই হাবিবুল্লাহকেও জেরা করা হয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হবে।



আরও খবর