জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিপন মিয়া (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
আজ রবিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একুশে মোড় রুদ্র বয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপন মিয়া আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের (এইচএসসি) ২য় বর্ষের ছাত্র এবং পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের কৃষক হবিবুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রবিবার সকালে মটরসাইকেল যোগে তারাকান্দির উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় শিপন মিয়া। রুদ্র বয়ড়া আব্দুল্লাহ মোড়ে পৌঁছলে বিপরীত দিক তারাকান্দি থেকে ছেড়ে আসা একটি সার-বোঝাই ট্রাক ঐ মটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক শিপন মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসেরর সদস্যরা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাক জব্দ করে পুলিশ। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ঘটনার পর থেকেই চালক পলাতক। ট্রাকটি জব্দ করা হয়েছে।
১২ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৬ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৯ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে