জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। এতে অংশ নেন বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় পৌর শহরের ধর্মকুড়া এলাকায় উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে দলীয় কার্যলায়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা আবির আহম্মেদ বিপুল, যুবদল নেতা মাহফুজ্জামান লুলু, ছামিউল হক লাভলু, জাকির হোসেন জিয়াউল, জেলা ছাত্রদলের সহসভাপতি মাজহারুল ইসলাম বিপুল প্রমুখ।
বক্তারা সরকারের উদ্দেশ করে বলেন, 'চাল, ডাল, তেলসহ নিত্য পন্যের মূল্য দফায় দফায় দ্বিগুণ হারে বাড়াচ্ছে। এতে জনগণ বেকায়দায় পড়েছেন।
১৯ ঘন্টা ২০ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে