আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌ লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু।

ইসলামপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের ভবন নির্মাণে অর্ধমের কাণ্ড!



বাংলা ভাষায় বহুল প্রচলিত 'চোরা না শোনে ধর্মের কাহিনী' এ প্রবাদটি তার সার্থকতা আবারও উচ্চ শীরে জানান দিলো ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির নির্বাচনী এলাকা জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ভবন নির্মাণে।এলাকার নাম ইসলামপুর। ধর্ম প্রতিমন্ত্রীর এলাকা।  এসব কোনো কিছুই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনদের বেকর্মসাধনে  কোনো ধরণের ব্যাঘাত ঘটাতে পারেনি। বরং ইসলাম ধর্মে দীক্ষিত হয়েও অসনৈলামিক কাজে নগ্ন হতে দেখা গেছে একটি মাদ্রাসার ভবনে। নিম্নমানের ইট ব্যবহার করে মাদ্রাসা ভবনের দেওয়াল তৈরি করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলেও কোনো ধরণের তোয়াক্কা না করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। তবে, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে দাবি করা হয়, ইট ভাটার লোকজন কিছু নিম্নমানের ইট ঢুকে দিয়েছিলো। কিন্তু নিম্নমানের ওইসব ইট ভবন নির্মাণে ব্যবহার করা হয়নি।'


বুধবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে ঠিকাদারের নির্মাণ শ্রমিকরা নিম্নমানের ইট দিয়ে ভবনের নির্মাণ কাজ করতে থাকে। এতে স্থানীয় বাসিন্দাসহ মাদ্রাসার শিক্ষক-কর্মচারী আপত্তি জানালেও তা আমলে নেয়নি ঠিকাদারের লোকজন। 


নির্মাণাধীন ভবনের নামফলক সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর সদর ইউনিয়নের পশ্চিম গঙ্গাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট দ্বিতীয় ও তৃতীয় তলা একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে গত ১ জানুয়ারি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি ফরিদুল হক খান দুলাল। 


স্থানীয় সূত্রে জানা গেছে, জয় ট্রেডাস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির নির্মাণ কাজ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ। ভবনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮৫ লাখ টাকা। 


সরেজমিনে দেখা যায়, মাদ্রাসা মাঠে নিম্নমানের ইটের স্তুপ। নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার দেওয়ালে লাগানো হয়েছে নির্মাণের ইট। 


স্থানীয় বাসিন্দা প্রত্যাক্ষদর্শী জসি শেখ, মজনু আকন্দ, নুরুল ইসলাম, সুজন মিয়াসহ অনেকেই বলেন, 'ধর্ম প্রতিমন্ত্রীর এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানের ভবন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করতে দেখে আমরা সত্যিই লজ্জিত। আমরা আপত্তি জানিয়েছি। কিন্তু আমাদের কথা ঠিকাদারের লোকজন মানে না।'


মাদ্রাসার দপ্তরি মোহাম্মদ শুভ মিয়া বলেন, 'কমপক্ষে ৩ হাজার পঁচা ইট দিয়ে মাদ্রাসার দেওয়াল নির্মাণ করা হয়েছে। যার ফলে যে কোনো সময় ভবনে ধস দেখা দিতে পারে।'


একাধিক নির্মাণ শ্রমিক তাদের নাম প্রকাশ না করা শর্তে বলেন, 'রমজান মাসে রোজা রেখে আমরা মিথ্যা কথা বলতে পারবো না। ঠিকাদারের ম্যানেজার আব্দুল মান্নানের কথা মতো এ পর্যন্ত আনুমানিক ৩ হাজার নিম্নমানের ইট ভবনে লাগিয়েছি। ভবনটি টিকবে না।'


মাদ্রাসার সহকারী শিক্ষক ফজলুল হক বলেন, 'বুধবার মাদ্রাসার ভবন নির্মাণে মানহীন ইট ব্যবহার করেছে ঠিকাদারের লোকজন। এর আগে গত ২৬ মার্চেও মানহীন ইট দিয়ে নির্মাণ কাজ করা হয়। আমরা বারবার আপত্তি জানালেও ঠিকাদারের লোকজন নিম্নমানের ইট ব্যবহার করেই যাচ্ছে।'


পশ্চিম গঙ্গাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা 

সুপার মাওলানা মো. জয়নাল আবেদীন বলেন, 'নিম্নমানের ইট দিয়ে ভবন নির্মাণ না করতে একাধিকবার বললেও ঠিকাদারের লোকজন তা আমলে নেয়নি।'


ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ট্রেডাসের স্বত্বাধিকারী জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, 'ইটভাটার লোকজন ভুলক্রমে গাড়িতে নিম্নমানের কিছু ইট ঢুকে দিয়েছিলো। তবে আমরা নিম্নমানের ওইসব ইট ভবন নির্মাণে ব্যবহার করিনি।নির্মাণ শ্রমিকদের বলেছি, ওই ইটগুলো ইট ভাটায় ফেরত পাঠাতে।'


জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, 'ভবন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে কি-না, বিষয়টি আমার জানা নেই। তবে সরেজমিনে খোঁজখবর নিয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবো।'


আরও খবর





ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৭ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে