জামালপুরের ইসলামপুর উপজেলার ৩টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
গতকাল বুধবার (২৪ আগস্ট) রাত নয়টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে নব গঠিত কমিটির নেতৃবৃন্দের কাছে লিখিত কাজগ হস্তান্তর করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইর্শেদ আলী শেখ এবং সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল স্বাক্ষরিত ৫১ সদস্যবিশিষ্ট প্রতিটি ইউনিয়ন শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে গাইবান্ধা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে ইসমাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির সোহাগ, সাধারণ সম্পাদক সোহেল মণ্ডল, গোয়ালেরচর ইউনিয়নে হাসিবুল ইসলাম সাবদুল সভাপতি, মোর্শেদ আলম লক্ষী সাধারণ সম্পাদক, চরগোয়ালিনী ইউনিয়নে আতিকুর রহমান সভাপতি এবং মোজাম্মেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পৌর শহরের ধর্মকুড়া এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে কমিটি হস্তান্তরের সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, যুবদল নেতা ছামিউল হক লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইর্শেদ আলী শেখ এবং সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯ ঘন্টা ২০ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে