মাগুরা শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া আব্দুল মজিদ জোয়ারদার বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বর্ণালী জোয়ারদার রিয়ারব সভাপতিত্বে মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার সকালে একতলা বিশিষ্ট একতালা ভবেনর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবন উদ্বোধন করেন ।
ভবন উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মসিয়ার রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার মন্ডল, সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন , দারিয়াপুর ইউ,পি চেয়ারম্যান আব্দুর সবুর প্রমূখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জানান, ৮৫ লাখ টাকা ব্যয়ে ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে ।
১ দিন ১ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
১৫ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
১৫ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে