ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী রইচ উদ্দীন মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্য রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শৈলকুপার চর ত্রিবেনী গ্রামের আজিজ মন্ডলের ছেলে। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, স্ত্রী নাজমা খাতুনকে হত্যার পর রইচ মন্ডল পালিয়ে ছিল। তাকে ধরতে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ওসি আরও জানান, রোববার মধ্য রাতে শৈলকুপার পদমদি গ্রামে নাজমা খাতুনকে হত্যা করে তার স্বামী রইচ মন্ডল। পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে তাকে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে রইচ মন্ডল স্বীকার করেছে। এদিকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
১ দিন ২ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
১৫ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে
১৫ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে