ঝিনাইদহের শৈলকুপায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহা সড়কে যাত্রীবাহী বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনের ২ যাত্রী নিহত হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে মহাসড়কের বরদা নামক স্থানে। এসময় নসিমনের অপর তিনযাত্রী গুরুত্বর আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই ইঞ্জিন চালিত নসিমনের যাত্রী।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী যাত্রীবাহী রুপসা পরিবহনের একটি দ্রুতগতির বাস ও ইঞ্জিন চালিত নসিমনের মধ্যে শৈলকুপার ঝিনাইদহ-কুষ্টিয়া মহসড়কের বরদাতে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঝিনাইদহের হড়িনাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের নারায়ন কুমারের ছেলে মহাদেব কুমার(৬০) ঘটনাস্থলে নিহত হয়। গুরুত্বর আহত একই গ্রামের আক্কাস মিত্রির ছেলে খোকন হোসেনকে (২৯) শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় নসিমনের চালক হাসান ও যাত্রী আব্দুস সাত্তার ও আহাদ আলী সহ তিনজন গুরুত্বর আহত হয়। আহতদের মধ্যে আব্দুস সাত্তারের অবস্থা গুরুত্বর বলে জানা যায়।
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, শৈলকুপায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহা সড়কে বাস নসিমন মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে বলে জানান।
১ দিন ১ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
১৫ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
১৫ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে