আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মী সভা আদমদীঘিতে ১২০পিস এ্যাম্পুলসহ একজন গ্রেপ্তার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২ উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে : আসিফ নজরুল পুলিশের নতুন লোগো প্রকাশ ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক কারাগারে অভিনেত্রী মেঘনা আলম মিয়ানমারে ফের ভূমিকম্প বেড়েছে সবজির দাম, সংকট সয়াবিন তেলের বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম আশাশুনিতে দেল ও চড়ক পূজার ঐতিহায্য ম্লান হতে শুরু করেছে। আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০ বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচী শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৮০ জন এডভোকেট এরফানুর রহমান মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবি হিসাবে তালিকাভুক্ত হওয়ার ১০ বছর পূর্ণ হল। চিলমারীর সিমান্তে মা ও মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় ২ গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ইসলামপুরে পরীক্ষা চলাকালে খোলা রাখায় ফটোকপির দোকান সিলগালা, ২ কর্মচারী আটক

শৈলকুপায় দুর্বৃত্তদের হামলায় এক ইউপি সদস্য নিহত, আহত ২, বাড়ি-ঘর ভাংচুর




ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় আওয়ামীলীগের দু’পক্ষের দ্বন্দের জেরে হাবিবুর রহমান রিপন নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয় আমিনুর ও রাসেল নামের ২জন, এসময় বাড়িঘর ভাংচুরের ঘটনাও ঘটে। আজ সোমবার রাত ২টার দিকে উপজেলার মিনগ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন আবাইপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বর ও ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক। নিহতের পিতা আবুল কালাম আজাদ আবাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শৈলকুপা উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিনের সমর্থক সাবেক ইউপি সদস্য রঞ্জু গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান ও জেলাপরিষদের সদস্য আওয়ামীলীগ নেতা মুক্তার মৃধার সমর্থক হাবিবুর রহমান রিপন গ্রুপের  মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৪ অক্টোবর রিপন মেম্বরের সমর্থক মুস্তাক হোসেনকে পিটিয়ে আহত করে রঞ্জু হোসেনের সমর্থকরা। এ ঘটনার প্রতিবাদে রিপন মেম্বররের সমর্থকরা রঞ্জু হোসেনের সমর্থক টেটন হোসেনকে পিটিয়ে আহত করে। এসব নিয়ে উভয় গ্রুপের নুর মোহাম্মদ মধু, হাসিবুল সহ ৪জন কে আটক করে পুলিশ ।

এসব নিয়ে রবিবার রাতে শৈলকুপা থানায় দু’পক্ষের বিরোধ মিমাংশায় কয়েকদফা বৈঠক হয় । শালিস-বৈঠকের পর গভীররাতে রিপন মেম্বরসহ কয়েকজন মোটরসাইকেল যোগে থানা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মিনগ্রামের পাশে আবাইপুর এলাকায় পৌছালে দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিতে হামলা চালায়। তাদের কে উপর্যুপরী কুপিয়ে- পিটিয়ে গুরুতর আহত করে। রাতেই আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে ইউপি সদস্য হাবিবুর রহমান রিপনকে মৃত ঘোষনা করে চিকিৎসক। আহত আমিনুর রহমান কে ফরিদপুর মেডিকেলে রেফার করা হয়, রাসেল ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ঘটনার পরে সোমবার সকালেও উভয় গ্রুপের বেশকিছু বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
নিহত রিপনের ভাতিজা নুর মোহাম্মদ মধু জানান, রাতে শালিসের পর থানা থেকে ফেরার পথে আবাইপুর নাপিত বাড়ির সামনে পৌছালে তাদের উপর অতর্কিতে হামলা হয়। সন্ত্রাসী-দুর্বৃত্তরা রাস্তার পাশের কলাবাগান থেকে উঠে এসে হামলা করে ।  এব্যাপারে জেলা পরিষদের সদস্য আওয়ামী নেতা মুক্তার মুধা  জানান সামাজিক দলাদলিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এদিকে আবাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন  বিশ্বাস  জানান সে আমার পরিষদের  মেম্বার রাতে শৈলকুপা থেকে বাড়ি ফেরার পথে দৃর্বিতরা তাকে কুপিয়ে আহত করলে চিকিৎসারত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে মাা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠাকুর দাস জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামীলীগের মধ্যে বিরোধ চলছিল, তা মিমাংশা করা হয়। মিমাংসার পরে রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় খুন হন ইউপি সদস্য হাবিবুর রহমান রিপন ।  এব্যাপারে ঝিনাইদহ জেলার এডিশনাল এসপি মোঃ আবিদ হাসান জানান, এই ঘটনা ঘটার সাথে সাথে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে যাতে এলাকায় আর এরকম ঘটনা না ঘটে।এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আটকের জন্য বিভিন্ন জায়গায় আমরা অভিযান শুরু করছি।

Tag
আরও খবর