বাংলাদেশের আকাশে আজ (১১ ফেব্রুয়ারি ২০২৪) পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গিয়েছে।
আগামীকাল ১২ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে।
২৫ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাতে পালিত হবে লাইলাতুন নিসফ মিন শাবান বা মধ্য শাবানের রাত (শবে বরাত)।
২৬ ফেব্রুয়ারি সোমবার সরকারি ছুটি থাকবে।
রমাদান মাস শুরুর সম্ভাবনা ১২ মার্চ ২০২৪ মঙ্গলবার
নবীজি (সা) শাবান মাসে এত বেশি সিয়াম পালন করতেন যে মনে হত;
তিনি যেন সারা মাসই সিয়াম পালন করছেন। অর্থাৎ অনেক বেশি নফল সিয়াম রাখতেন।
তাই আমাদের উচিত নিজেদের এবং পরিবারের অন্যান্য সবাইকে নিয়ে সাধ্য মত বেশি বেশি সিয়াম পালন করা।
এটা ইনশাআল্লাহ রামাদানে আমাদেরকে আরও বেশি মুত্তাক্বী হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।
আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন।
এই মাসের একটি গুরুত্বপূর্ণ রাত হচ্ছে "লাইলাতুন নিসফ মিন শাবান" বা শাবান মাসের মধ্য রজনী।
যা আমাদের সমাজে শবে বরাত নামে প্রচলিত।
শবে বরাতে হিংসা-বিদ্বেষ পোষণকারী এবং শিরককারী ব্যতীত সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন।
এ রাতের এই বিশেষ ফজিলতটি হাসিল করার জন্য আমাদের মনকে বিদ্বেষমুক্ত এবং শিরকমুক্ত করতে হবে।
আল্লাহ আমাদের সবাইকে হিংসা ও শিরকমুক্ত হয়ে লাইলাতুন নিসফ মিন শাবানের ফজিলত হাসিল করার তাওফিক দান করুন।
অন্যান্য বিশেষ দিবস বা রজনীর মত এ রাতকে কেন্দ্র করে অনেক ভুল ধারণা এবং বিদআত সমাজে প্রচলিত আছে।
এই রাতের ফজিলত, সুন্নাহ সমর্থিত আমল এবং বর্জনীয় বিদআতগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে।
আল্লাহ আমাদেরকে প্রচলিত ভুলভ্রান্তি থেকে
মুক্ত রেখে সুন্নাতের উপর আমল করার তাওফিক দান করুন, আমীন।
১ দিন ১৬ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে
১০ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
১২ দিন ৪ মিনিট আগে
১২ দিন ৫ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে