ঝিনাইদহের কোটচাঁদপুরে বাল্যবিবাহের আয়োজন করায় ছেলে কে ১৫ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত । সোমবার (২৬ শে ফেব্রুয়ারী ) সন্ধায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,কোটচাঁদপুর সরকারি মোশাররফ হোসেন কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারী গ্রামের আদিল উদ্দিনের ১৭ বছর ৮ মাস ২৫ দিন বয়সী মেয়ে রিমা খাতুন কে উপজেলার মানিকদিহি গ্রামের ইসরাইল হোসেনের ছেলে তৌহিদুর রহমান (২৪) এর সাথে বিয়ের প্রস্তুতি নিচ্ছে অভিভাবকরা। তখন গোপন সুত্রে খবর পেয়ে ভ্রম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন । এ সময় বাল্যবিবাহ প্রতিরোধ আইন ২০১৭ এর ৭/১ ধরা মোতাবেক ছেলে তৌহিদুর রহমান কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এবং মেয়েকে তার বাবা মোঃ আদিল উদ্দিনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
সে সময় ছেলে, মেয়ে ও তাদের পিতামাতা এই মর্মে অঙ্গীকার করেন যে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া মেয়ে তার বাবা বাড়িতে থাকবে, মেয়েকে পড়াশুনা করার জন্য ছেলে তাকে সার্বিক সহজগিতা করবে । এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম,সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলে।
১ দিন ৯ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১০ দিন ২২ ঘন্টা ১ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে