নাগরপুরে কৃষি ব্যাংক রেমিট্যান্স লটারির মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জোরপূর্বক অন্যের সম্পদ দখল: সমাধান করতে গেলে উল্টো চাঁদাবাজির অভিযোগ 'হৃদয়ে ডোমার'-এর ১৬তম বর্ষপূর্তি উদযাপিত মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভাঙ্গায় সাবেক স্ত্রীর অপপ্রচারের বিরুদ্ধে সৌদি প্রবাসীর সংবাদ সম্মেলন ববি ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু দক্ষিণাঞ্চলের সাড়াজাগানো তারুন্যের কবি-ম.ম.রবি ডাকুয়ার কবিতা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে জুন নাকি ডিসেম্বর : প্রেস সচিব নন্দীগ্রামে সুস্থ জীবন গড়তে মেরিন স্পোর্টস একাডেমির উদ্বোধন করলেন ক্যাপ্টেন সারোয়ার সোহেল পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীমকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে দেশে অপরাধ, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজী বন্ধ হবে চীনের অর্থায়নে হাসপাতাল স্থাপনের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন। ঝিনাইগাতীতে সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর সদর ইউনিয়নে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিনাইদহ হরিণাকুন্ড থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূলহোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

ঝিনাইদহ হরিনাকুন্ডু থানা এলাকায় র‍্যাব -৬ অভিযান চালিয়ে অপহরঢ চক্রের দুই সদ্স্যকে গতকাল গ্রেফতার করে।

থানা পুলিশ সুত্রে জানা যায়,ধৃত আসামীরা একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। জানা যায় মোঃ আইয়ুব আলী (৬৭) গ্রামঃ ভবান্দপুর, থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাও গত ২৪ এপ্রিল ২৩ ইং আনুমানিক সকাল ০৯ টার সময় নিজ বাড়ি হইতে তাহার কথিত ধর্ম ছেলে আলী হোসেনের সঙ্গে বাহির হয়। পরবর্তীতে, সন্ধা ঘনিয়ে আসলেও ভিকটিম বাড়িতে ফিরে না আসলে ভিকটিমের একমাত্র মেয়ের জামাতা মোঃ আব্দুল আলিম নিজ শ্বশুড়ের খোজ করতে থাকেন। একপর্যায়ে গত ২৫ এপ্রিল ২৩সকল আত্মীয় স্বজনসহ খোজাঁখুজি করে ভিকটিমকে না পেয়ে রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি করেন। এছাড়া, গত ২৫ এপ্রিল ২৩ ইং তারিখ ভিকটিমের আত্মীয় স্বজনদের মোবাইল নাম্বারে বিভিন্ন মোবাইল নম্বর হতে ফোন আসতে থাকে এবং ছয় লক্ষ টাকা মুক্তিপন সাপেক্ষে ভিকটিমকে ছেড়ে দেয়ার বিষয়ে আশ্বাস প্রদান করে। তাছাড়া, অপহরণ চক্রের সদস্যগণ ভিকটিমকে দিয়েও বিভিন্ন সময়ে মোবাইল ফোনের মাধ্যমে আত্মীয় স্বজনদের সাথে কথা বলায় এবং টাকার বিনিময়ে ভিকটিমকে ছাড়িয়ে নেওয়ার জন্য আকুতি জানায়। চাহিদাকৃত টাকা না দিলে ভিকটিমকে হত্যার হুমকি প্রদান করা হয়। অতঃপর, বর্ণিত বিষয়ে ভিকটিমের মেয়ের জামাতা বাদী হয়ে রাণীশংকৈল থানায় ১। মোঃ আলি হোসেন পিতাঃ-অজ্ঞাত সহ আরো অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।

র‍্যাব -৬ ঝিনাইদহ ক্যাম্প সুত্রে জানা যায়, ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, অপহরণকারী দলের মূলহোতা এবং একজন সদস্য ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানার হরিশপুর ও চটকাবাড়ীয়া গ্রামস্থ এলাকায় অবস্থান করছে।

এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি গতকাল ০৫ মার্চ ২০২৪ রাতে জেলার হরিনাকুন্ড থানাধীন হরিশপুর ও চটকাবাড়ীয়া গ্রাম এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে উক্ত অপহরণ চক্রের মূলহোতাসহ দুইজনকে হরিনাকুন্ডু থানাধীন হরিশপুর ও চটকাবাড়ী এলাকা থেকে ইচাহাক মন্ডলের পুত্র মোঃ মিটুল মন্ডল (৩৩) ও আক্কাচ আলীর পুত্র মোঃ জহুর ইসলাম (৩৫)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীগণদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীগণদের ঠাকুরগাও জেলার রানীশংকৈল থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর