বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঝিনাইদহের শেখপাড়া শাখার ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর বিকালে ত্রিবেণী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি কে এম শরীফুল ইসলাম। পরে চিত্তরঞ্জন কুন্ডুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিবেণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান, উদীচী জেলা কমিটির সহ-সভাপতি আলমগীর অরণ্য, উদীচী শৈলকুপা শাখার সভাপতি লোকমান হোসেন, উদীচী ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আর্য পাল প্রমূখ। সম্মেলনে হুমায়ূন কবীর মুক্তিকে সভাপতি ও সঞ্জয় মালাকারকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শহিদুর রহমান, সোলাইমান শেখ ও পারভীন বিশ্বাস। সহ-সাধারণ সম্পাদক আসলাম উদ্দীন। সম্পাদক -আয়ূব হোসেন, হরি মুখার্জি, মিজানুর রহমান ও মুহম্মদ আলী পিকুল, কোষাধ্যক্ষ -বিপুল কুমার, নির্বাহী সদস্য, মিলন হোসেন, কালাচাঁদ, শরিফুল ইসলাম ও তন্ময় কুন্ডু। জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন শহিদুর রহমান।