শৈলকূপা উপজেলা হাসপাতালের স্বাস্থ্যসেবায় অ্যাটর্নী জেনারেলের অনুদান প্রদান
শৈলকুপায় অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। ঝিনাইদহের শৈলকূপায় ব্যক্তিগত সফরে আজ উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাড. আসাদুজ্জামান দিনভর মতবিনিময় করেন। মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরের উপজেলা পরিষদের আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারদের মতবিনিময়ে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। রোগী আধিক্য ও প্রয়োজনের তুলনায় অল্পসংখ্যক বেডে সংকুলান না হওয়া মেঝে ও বাইরে অংশে বাধ্য হয়ে থাকতে হচ্ছে। বর্তমান পরিস্থিতি মোতাবেক ও চাহিদা অনুযায়ী ১০০টি বেড প্রয়োজন বলে জানিয়েছেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আব্দুল্লাহ আল মামুন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অ্যাটর্নী জেনারেল অ্যাড. আসাদুজ্জামান তাৎক্ষণিকভাবে তার ব্যক্তিগত তহবিল থেকে শৈলকূপা উপজেলা হাসপাতালে রোগীর সেবার পরিবেশ উন্নতিকল্পে ৩ লক্ষ টাকা প্রদান করেছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আমরা শৈলকূপার হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাননীয় অ্যাটর্নী জেনারেলের মহোদয়ের আন্তরিক অনুদানে সানন্দে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদজ্ঞাপনপূর্বক গ্রহণ করেছি।
ব্যক্তি সফররত অ্যাড. আসাদুজ্জামান বলেছেন, সারাদেশের ন্যায় শৈলকূপার শিক্ষা, স্বাস্থ্য ও জনগণের নিরাপদ জীবনযাপন নিশ্চিত জন্মভূমির সাথে একাত্ম থাকতে চায়। কোনরূপ দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে রেহাই দেওয়া হবেনা বলেও জানিয়েছেন।