শৈলকুপায় কৃষকদলের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা ও পৌর কৃষকদলের নব গঠিত কমিটির পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ মাহবুব জামিল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, খলিলুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, হাফিজুর রহমান হাফিজ আহবায়ক শৈলকুপা পৌর কৃষকদল, ঝিনাইদহ জেলা কৃষক দলের যুগ্ম- আহবায়ক মুক্তাদির আলম মুক্তার প্রমুখ। পরিচিতি সভা পরিচালা করেন, খন্দকার কামরুজ্জামান সদস্য সচিব শৈলকুপা উপজেলা কৃষকদল ও আব্দুস সবুর খান সদস্য সচিব শৈলকুপা পৌর কৃষকদল, এসময় কৃষকদলের সকল সদস্যছাড়াও উপজেলা ও পৌর ছাত্রদল যুবদল স্বেচ্ছা সেবকদলের নেতৃবৃন্দসহ মৎস্যজীবী দল ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শৈলকুপাকে যুগোপযোগী পরিচ্ছন্ন রাজনীতি চর্চার আহ্বান জানিয়ে বক্তাগণ বক্তব্য রাখেন।