শৈলকুপায় প্লাস্টিক পন্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তারুণ্যের উৎসব ২০২৫ এর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপায় প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি সোমবার শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবা কর্মশালায় অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান খান প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাসেল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ সেলিম জাহাঙ্গীর, শৈলকুপা কলেজ এর প্রভাষক মোস্তফা জামান, শৈলকুপা মহিলা কলেজের প্রভাষক রঞ্জন অধিকারী প্রমূখ। শৈলকুপা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়, শৈলকুপা পাইলট বালিকা বিদ্যালয়, শৈলকুপা সিটি কলেজ, শৈলকুপা মহিলা কলেজ ও শৈলকুপা সরকারী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করে প্লাস্টিক পন্যের বিকল্প হিসেবে তারা গ্রুপভিত্তিক তাদের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।