ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে'

লাভের লোভে ‘বিষবৃক্ষ’ চাষ

ঝিনাইদহে বিষবৃক্ষের (তামাক) চাষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে, কারণে ধানসহ অন্যান্য ফসলের চাষ কমে যাচ্ছে। বেশি লাভের প্রলোভনে কৃষকরা ঝুকছেন এই বিষবৃক্ষ চাষে। এতে পেঁয়াজসহ অন্যান্য ফসলের চাষে সারের সংকট দেখা দিয়েছে। জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডুতে পেঁয়াজ ও অন্যান্য ফসল চাষিরা সারের অভাবের কথা জানিয়েছেন। তামাক চাষে কৃষকদের অগ্রিম টাকা, সার ও প্রলোভন দেওয়ার কারণে তারা অন্য ফসলের চেয়ে তামাক চাষে বেশি আগ্রহী হচ্ছেন। গত ৪ বছরে জেলায় তামাক চাষ প্রায় দ্বিগুণ বেড়েছে। ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর তামাক ক্রয় কেন্দ্র থাকার কারণে একটি নিশ্চিত বাজার তৈরি হয়েছে, যা কৃষকদের আকৃষ্ট করছে। কিন্তু, সরকারের তামাক নিয়ন্ত্রণ আইনের সঠিক প্রয়োগ ও মনিটরিংয়ের অভাবে কৃষকরা তামাক চাষে ঝুঁকছেন। ঝিনাইদহ কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে ১৬০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছিল, ২০২২-২৩ সালে তা বেড়ে ২৫১ হেক্টরে পৌঁছায়। ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবছরে তামাক চাষ যথাক্রমে ১৯৩ হেক্টর এবং ২২৪ হেক্টর জমিতে হয়েছে। হরিণাকুণ্ডু, শৈলকূপা, সদর ও মহেশপুরে সবচেয়ে বেশি তামাক চাষ হচ্ছে। হরিণাকুণ্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর বলেন, ‘চাষিরা তামাক বাজারজাতকারী কোম্পানির কাছ থেকে অগ্রিম আর্থিক সহায়তা পেয়ে তামাক চাষে ঝুঁকছেন। এতে করে অন্যান্য ফসলের চাষে সারের সংকট সৃষ্টি হচ্ছে। জেলার কৃষকরা জানান, ‘তামাক চাষের ক্ষেত্রে একটি নিশ্চিত লাভ রয়েছে। উদয়পুর গ্রামের কৃষক বিপ্লব বলেন, তামাক চাষ করলে প্রতি বিঘায় ২০-৩০ হাজার টাকা লাভ হয়, যা অন্য ফসলের তুলনায় অনেক বেশি। গতবছর তার ১০ বিঘা জমিতে তামাক চাষ ছিল, এবছরও ১০ বিঘা জমিতে তামাক চাষ করছেন। বড়-ভাদড়া গ্রামের কৃষক লিটন মোল্লা বলেন, ‘তামাক চাষিরা নগদ টাকা দিয়ে সার কিনে থাকেন, যার কারণে তাদের জন্য সারের সংকট তৈরি হচ্ছে। পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ‘তামাক চাষের জন্য কৃষকদের অগ্রিম টাকা প্রদান করা হয়, কিন্তু অন্যান্য ফসল চাষের ক্ষেত্রে ব্যাংক থেকে ঋণ পাওয়া কঠিন। সরকার তামাক নিয়ন্ত্রণ আইনের সঠিক প্রয়োগ ও মনিটরিং করলে তামাক চাষ নিয়ন্ত্রণ করা সম্ভব। এ বিষয়ে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায় বলেন, ‘কৃষকদের বিকল্প ফসল চাষে উৎসাহিত করছি। সরকার তামাক চাষ নিষিদ্ধ না করলেও কৃষকদের বিকল্প চাষে পরামর্শ দেওয়া হচ্ছে। আগামীতে তামাক চাষ এই জেলায় কমবে।
Tag
আরও খবর






শৈলকুপায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে