ঝিনাইদহ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ঝিনাইদাহ পৌর প্রশাসক রথীন্দ্রনাথ রায়, উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, এন এম শাহাজালাল, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, আনোয়ারুল ইসলাম বাদশা প্রমুখ। সভায় সরকারি বেসরকারি অফিস প্রধান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় দিবসকে পালন উপলক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।