টিভিএস ঈদ উৎসব অফারে জয়পুরহাট মেসার্স রাবেয়া ট্রেডার্স শো- রুম থেকে নতুন মোটরসাইকেল কিনে জয়পুরহাট সদরের মোঃ রাব্বী হোসেন নামে একজন ক্রেতা স্পিন এ্যান্ড উইন খেলে জিতে নিলেন নগদ পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক পুরস্কার।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশজুড়ে চলছে টিভিএস ঈদ উৎসব। এটি চলমান থাকবে ঈদুল আজহার আগের রাত পর্যন্ত।
মঙ্গলবার (২০ জুন) বিকালে জয়পুরহাট শহরের মেসার্স রাবেয়া ট্রেডার্স শোরুমে এসে TV'S Metro Plus 110cc মোটরসাইকেল কিনে ক্যাশব্যাক ম্যাসেজ পান তিনি।
পরে সন্ধ্যায় মেসার্স রাবেয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ উজ্জ্বল হায়াত বিজয়ী রাব্বি হোসেনের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, টিভিএস মোটরসাইকেল কোম্পানির রিজিওনাল ম্যানেজার (আর এস এম-বগুড়া) রাকিব হাসান, সেলস এক্সিকিউটিভ মোহাম্মদ গোলাম নবী ও মেসার্স রাবেয়া ট্রেডার্সের ম্যানেজার মোঃ মাসুদ রেজা।
এই মোটরসাইকেলটির বর্তমান বিক্রয় মূল্য ১ লাখ ৩১ হাজার ৯৯০ টাকা। এরমধ্যে স্পিন এ্যান্ড উইন খেলে জিতে নগদ ৫০ হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে ৮১ হাজার ৯৯০ টাকায় মোটরসাইকেলটি পেয়ে গেলেন এই ক্রেতা।
বিজয়ী ক্রেতা রাব্বী হোসেন আনন্দে উচ্ছাসিত হয়ে বলেন, আমার বাসা জয়পুরহাটে। আমি মোটরসাইকেল কিনে ৫০ হাজার টাকা জিতেছি। আমি স্বপ্নেও ভাবিনি এতবড় পুরস্কার পাব। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই অনেক অনেক খুশি।
মেসার্স রাবেয়া ট্রেডার্সের সত্বাধিকারী মোঃ উজ্জ্বল হায়াত জানান, টিভিএস মোটরসাইকেল কোম্পানির পক্ষ থেকে জয়পুরহাটের প্রথম বিজয়ীর হাতে পুরস্কারটি তুলে দিতে পেরে আমি আনন্দিত। টিভিএস ঈদ উৎসব সারাদেশে গ্রাহকদের মাঝে সাড়া জাগিয়েছে।
টিভিএস মোটরসাইকেল কোম্পানির রিজিওনাল ম্যানেজার (আর এস এম-বগুড়া) রাকিব হাসান বলেন, ঈদের আনন্দকে দ্বিগুণ করতে যেকোনো মডেলের টিভিএস মোটরসাইকেল কিনে Spin and win খেলে আপনিও জিতে নিতে পারেন সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তাই অফারটি পেতে আজই চলে আসুন জয়পুরহাটের একমাত্র টিভিএস মোটরসাইকেল শোরুম জয়পুরহাট থানার পশ্চিম পার্শ্বে মেসার্স রাবেয়া ট্রেডার্সে।
১৪ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে