২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশে হামলা ও সিনিয়র নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদসহ এক দফা দাবি আদায়ে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ছোঁয়া লাগেনি জয়পুরহাটে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যে কোন ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সতর্কতাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
২য় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস, মিনিবাস এবং ট্রাকসহ কোন ভারি যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে সিএনজি, ব্যাটারিচালিত আটোরিকসা, রিক্সাসহ বিভিন্ন পরিবহন চলাচল করছে। স্বাভাবিক রয়েছে সকল প্রকার ট্রেন চলাচল । বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস আদালতে স্বাভাবিক ভাবে চলছে। মার্কেট ও বিপনীবিতানগুলোও রয়েছে খোলা।
অবরোধের সমর্থনে বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ, এলডিপিসহ সমমনা দলগুলোর কাউকে রাজপথে দেখা যায়নি। তবে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে একটি অবরোধ বিরোধী মিছিল বের করে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, আইনশৃংখলা রক্ষায় বাসস্ট্যান্ড, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। কেউ যানমালের কোন ক্ষতির চেষ্টা করলে ছাড় দেয়া হবে না।
২ ঘন্টা ১৫ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে