ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় সহযোগিতা, জাপা নেতার বিরুদ্ধে মামলা! নোয়াখালীত আনিত মিথ্যা অভিযোগে সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সভা ঝিনাইগাতীতে দম্পতিদের জন্য জেন্ডার ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এলাকায় বিষবাষ্প নাকি পূর্ব শত্রুতায় ঘরে আগুন ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি- শিক্ষার্থীদের বিক্ষোভ ক্ষেতলালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা ও ষাঁড় গরু বিতরণ তদন্ত কমিটির বিচার কার্যকাল বিলম্ব হওয়ায় বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কুবির মিডিয়া ল্যাবে সরঞ্জাম নেই, তবু পরিশোধ পুরো বিল ঈশ্বরগঞ্জে পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি কুলিয়ারচর সরকারি কলেজে নতুন অধ্যক্ষ মোঃ রেহাছ উদ্দিন বানিয়াচংয়ে বোরো ধান কর্তন উৎসব মোংলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে বিএনপি নেতার মৃত্যু পীরগাছা গরু-ছাগলের হাট এখন সুখানপুকুর হেলিপ্যাডে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণ, প্রকৌশলীর বিরেুদ্ধে ঝাড়ু মিছিল দিয়ে এলাকাবাসী সেনবাগ নবীপুরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনে দস্যু আতঙ্ক, কোস্ট গার্ডের অভিযানে বনজীবিদের স্বস্তি

জয়পুরহাটে ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ" শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়ায় "ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ" শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় কোকোডাষ্ট ব্যবহার করে সবজির চারা উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪ টায় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে, পিকেএসএফের সহযোগিতায় ও জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে আয়োজিত ওই মাঠ দিবসে জাকসের উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, পাঁচবিবি উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোঃ রায়হানুল হক।

প্রধান অথিতি তার বক্তৃতায় বলেন, চারা উৎপাদনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগে কৃষকগণ গুণগত মানসম্পন্ন সবজির চারা ব্যবহারের মাধ্যমে  আগামীর স্মার্ট কৃষি গঠণে অনেক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জাকসের হাকিমপুর এরিয়ার সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক তহিদুল ইসলাম, জাকস ফাউন্ডেশনের প্রাণী সম্পদ কর্মকর্তা এম. এ জাকির, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, নার্সারী উদ্যোক্তা মোঃ ইয়াহিয়া বাবু, কৃষক রেজাউল করিম ও মোঃ মিনহাজ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন জাকস ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উপকরণ সরবরাহকারী ও এলাকার সবজি চারা ক্রয়কারী কৃষকগণ।

কৃষক মোঃ মিনহাজ উদ্দিন বলেন, কোকোডাস্টে উৎপন্ন সবজির চারা জমিতে রোপন করেছি। এই চারার মৃত্যু হার কম, চারা রোগ ও পোকা-মাকড় মুক্ত। প্রতিটি চারা একই আকৃতির এবং গুনগত মানসম্পন্ন হওয়ায় ফসলের ফলন অনেকাংশে বৃদ্ধি হয়েছে।

নার্সারী উদ্যোক্তা মোঃ ইয়াহিয়া বাবু বলেন, জাকসের এই প্রকল্পের সহযোগিতায় কোকোডাস্ট ব্যবহার করে গুনগত মানসম্পন্ন সবজির চারা উৎপাদন করে এলাকার কৃষকগণের কাছে গত মে মাস হতে চারা বিক্রি শুরু করেছি। এখানকার চারার গুনগত মান ভালো হওয়ায় ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে। বর্তমানে এখান থেকে  প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার বিভিন্ন জাতের চারা কৃষকদের মাঝে সরবরাহ হচ্ছে। আগামীতে বিভিন্ন জাতের মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাধাকপি, শসা, সীম, লাউ, ক্যাপসিকাম ও ব্রকলির চারা বিক্রয়ের জন্য নার্সারী সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। আগামীতে যাতে প্রতিদিন কমপক্ষে ২৫ থেকে ৩০ হাজার চারা কৃষকদের মাঝে সরবরাহ করতে পারি।

আরও খবর