মাদক মামলায় জয়পুরহাটে বন্ধন উড়াও (৪৪) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড ও একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামী অনুপস্থিত ছিলেন। অপরদিকে মজিদুল ইসলাম মাঝি নামে অপর একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে ।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দীন এ রায় দিয়েছেন। দন্ডপ্রাপ্ত বান্ধন উড়াও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রুপাপুর গ্রামের মৃত লাহারু উড়াই এর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে , ২০১৯ সালের ১৩ ডিসেম্বর ভোরে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী পূর্ব উচনা গ্রাম থেকে মাদক নিয়ে রতনপুরের দিকে আসছিলেন বন্ধন উড়াও ও মজিদুল ইসলাম মাঝি নামে দুই ব্যক্তি। পূর্ব থেকে ওৎ পেতে থাকে পুলিশ তাদের সিগনাল দিলে মজিদুল ইসলাম মাঝি পালিয়ে গেলেও আটক হয় বন্ধন উড়াও। পুলিশ তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
পরে এ ঘটনায় থানায় মামলা দায়েরের ৫বছর পর সোমবার বিকেলে আদালত এ রায় দেন।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।
২ ঘন্টা ১৫ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে