জয়পুরহাট জেলা সদরের জানিয়ার বাগান এলাকায় গত ২৭ সেপ্টেম্বর ডাঃ পারভীনের বাড়ীর ৫ম তলার ভাড়াটে সাজেদা ইসলাম সাজু নামে এক গৃহবধূকে হত্যার রহস্য উদঘাটনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (২৩) ও আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ (২৩)।
এ ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোশফেকুর রহমান, জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম, অফিসার ইনচার্জ, ওসি ডিবি শাহেদ আল মামুন সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি টিমটি তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকান্ডের ১২ দিনের মাথায় হত্যাকারী রাব্বি হোসেন (২৩) কে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার এলাকা থেকে গ্রেফতার করে।
ঘটনার বিষয়ে আসামী রাব্বি হোসেন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার কার্যালয় সভা কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।
এই হত্যাকান্ডে সহযোগী আবু সাঈদ জয়পুরহাট জেলা সদরের নর্থ বেঙ্গল নামে একটি প্রাইভেট স্কুলের কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন এবং তার কাছ থেকে মোবাইলে সোসাল মিডিয়ার ব্যাবহার ও বিভিন্ন অপশন শেখার সুবাদে আবু সাঈদের সাথে সাজেদা ইসলাম সাজুর সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।
১ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৮ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে