জয়পুরহাটে সাড়ে ৪শ ঈদগাহ্ মাঠে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে।
এ সময় জয়পুরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা: সবুর আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, পুলিশ-প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেনী-পেশার মুসল্লী ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও দোয়া পরিচালনা করেন শহরের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মওলানা মোঃ আল আমিন।
এদিকে জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
১৬ ঘন্টা ১০ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে