জয়পুরহাটের আক্কেলপুরে উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিডিউল অনুযায়ী নতুন বছরের পাঠ্য পুস্তক তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছসিত।
সোমবার সারাদেশ ব্যাপী শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ উৎসব কর্মসূচীর অংশ হিসাবে আক্কেলপুরেও প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসব সুচিত হয়েছে।
১জানুয়ারী সোমবার বেলা সাড়ে ১১ টায় পৌর সদরের আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের হাতে উৎসব মুখর পরিবেশে নতুন বছরের ২০২৪ সালের উপহার হিসাবে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম। সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য উপজেলা নির্বাহী অফিসারের শ্লোগান ছিল ”পড়ব- খেলব- গড়ব”।
এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী, উপজেলা শিক্ষা অফিসার মাসুদুল হাসান, প্রেস ক্লাবের সভাপতি সফিউল আলম সফি। এর আগে সকাল ১০ টায় আক্কেলপুর সরকারি এফ.ইউ পাইলট হাই স্কুলে বই বিতরন করা হয়।
আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিশি আখতার অনুভুতি ব্যক্ত করে বলেন, নতুন বইয়ের গন্ধে আমরা খুব খুশি। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে অনেক আনন্দ বোধ করছি। সেই সাথে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই নতুন বছরের উপহার দেওয়ার জন্য।
১ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ২ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে