জয়পুরহাটে মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করে বিভিন্ন ফুল ও পাতাবাহার বৃক্ষ রোপন করেছেন বিশিষ্ট সমাজসেবক তোফায়েল আহমেদ জুয়েল।
জয়পুরহাট জেলা সদরের জামিয়া ইবনে আব্বাস রাখি, কওমি মাদরাসার বিভিন্ন স্থানে তিনি এসব বৃক্ষ রোপন করছেন। এসব বৃক্ষ রোপনে তোফায়েল আহমেদ জুয়েলকে সহযোগিতা করেন, পৌর কেন্দ্রীয় গোরস্থান মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতী মইনুল ইসলাম, সমাজসেবক, দেলোয়ার হোসেন, মোঃ আল আমিন, মোঃ মাহফুজার রহমান, মোঃ লিটন, মোঃ বাবু বিশ্বাস ও অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা।
ব্যাতিক্রমধর্মী এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট সমাজসেবক তোফায়েল আহমেদ জুয়েল বলেন, কোনো কিছু চাওয়া বা পাওয়ার আশা থেকে নয়, মানসিক প্রশান্তি পেতেই আমি ব্যক্তিগত অর্থায়নে মাদ্রাসার সৌন্দর্য বিকাশের জন্য বৃক্ষ রোপণ করেছি।
সমাজ সেবার পাশাপাশি তোফায়েল আহমেদ জুয়েল জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি, জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, জয়পুরহাট অফিসার্স ফাউন্ডেশনের সভাপতি এবং কেন্দ্রীয় ফারিয়া স্থায়ী পরিষদের সন্মানিত সদস্য, রাজশাহী বিভাগীয় ও জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও সাবেক ছাত্রদল ও যুবদল নেতা হিসেবে তাঁর বেশ সুনাম রয়েছে।
ইতিপূর্বে তিনি মানুষের মৃত্যুর পর চিরস্থায়ী ঠিকানা কবরস্থানের সৌন্দর্য বিকাশে জয়পুরহাট পৌর কেন্দ্রীয় কবরস্থানে ব্যাক্তিগত উদ্যোগে নিজ অর্থায়নে সুগন্ধিযুক্ত বেলিফুল ও জবাফুলের শতাধিক বৃক্ষ রোপণ করে সর্ব মহলে প্রশংসিত হয়েছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার সকল শ্রেণী-পেশার মানুষ।
২ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ ঘন্টা ১২ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
২ দিন ৫৮ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে