বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশ সংস্কারের ব্যাপারে জামায়াতের বক্তব্য একদম পরিস্কার। একটি ফ্রি ফ্রেয়ার নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন সেই সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এরপর জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণের সরকার দেশ পরিচালনা করবে।
শনিবার বিকেলে জয়পুরহাট শহরের পৌর কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে এক শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দেয়, তাহলে অমুসলিমদের ব্যাপারে বক্তব্য খুবই পরিস্কার। অমুসলিমরা সবাই এদেশের নাগরিক। আমরা মনে করি এদেশে কোন সংখ্যালঘু নেই। মুসলিম নাগরিক যে সুযোগ সুবিধা পাবে অমুসলিমরাও একই সুযোগ সুবিধা পাবে। মুসলিম নাগরিক ধর্মীয় অধিকার পাবে অমুসলিমরাও ধর্মীয় অধিকার পাবে। আমাদের সরকার সেটা নিশ্চিত করবে। পাশাপাশি নারীদের ব্যাপারেও আমাদের বক্তব্য পরিস্কার। অনেকে মনে করেন জামায়াত ক্ষমতায় আসলে নারীদের ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলবে, এটা মিথ্যা কথা। আমরা নারীদের জন্য আলাদা সকল ব্যবস্থাই রাখবো। কোন কিছুই বন্ধ করা হবেনা, নারীরাও বিসিএস পরীক্ষা দিতে, ডাক্তার, পুলিশ, আর্মি ও এ্যাডমিন অফিসার হবে। ব্যাংকের ম্যানেজার হবে। নারীরা স্বাধীনভাবে তাদের কর্মকান্ড পরিচালনা করবে ইসলামী রাষ্ট্রে। আমরা ক্ষমতায় আসলে নারীরাই সবচেয়ে মর্যাদাবান হবেন।
জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, বগুড়া অঞ্চল টীম সদস্য অধ্যাপক আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডলসহ অন্যান্যরা।
৪ ঘন্টা ২ মিনিট আগে
৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ দিন ৩৭ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ৮ মিনিট আগে