আশাশুনি সরকারি কলেজে আরও ৬ শিক্ষককে এডহক নিয়োগ প্রদান করা হয়েছে। এনিয়ে ৬১ জনের এডহক নিয়োগ প্রদান করা হলো।
কলেজটি ২০১৭ সালের ৯ জানুয়ারি জাতীয়করণ করা হয়। এরই ধারাবাহিকতায় ৬২ পদ সৃজন হয়। ৬২জন শিক্ষকের মধ্যে বিভিন্ন ধাপে ৫৫ জন এডহক নিয়োগ প্রাপ্ত হন। অবশেষে বাকি ৬ জনকে গত ১৬ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক ৩৭.০০.০০০০.০৮৫.১৫.১০৭.১৯ (খন্ড -১)-৩১১ মোতাবেক এডহক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পরে গত ১৭ এপ্রিল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নজরুল ইসলাম ৬জন শিক্ষকের যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। এডহক নিয়োগ প্রাপ্তরা হলেন, মো: জাহিদুল ইসলাম (প্রভাষক গণিত), নিপা দাস (প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান), বাকী বিল্লাহ (প্রভাষক ইসলামী শিক্ষা), আসমাতুল্লাহ (প্রভাষক ইসলামী শিক্ষা), বন্দনা বালা সরকার (প্রভাষক দর্শন) ও আনন্দ মণ্ডল (প্রভাষক দর্শন)।