জয়পুরহাটের কালাই পৌর সদরের কলেজপাড়া এলাকা থেকে কিশোর গ্যাং লিডার সাজু সহ কিশোর গ্যাং এর ০৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-০৫, জয়পুরহাট ক্যাম্প।
গ্রেফতারকৃতরা হলেন, কালাই উপজেলার কাজীপাড়া গ্রামের আশরাফ সরদারের ছেলে কিশোর গ্যাং লিডার সাজু সরদার (২৬), থুপসাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে কামরুজ্জামান স্বাধীন (১৯) ও ছামসুল হকের ছেলে শিপন আহম্মেদ (১৬)।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল সোমবার (২২ জানুয়ারি) রাত ১০ টার দিকে কালাই থানাধীন কলেজপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না।
এহেন পরিস্থিতির প্রেক্ষিতে র্যাব-৫, সিপিসি-৩ আভিযানিক দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়া এলাকায় পৌঁছালে আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার কালাই থানায় হস্তান্তর করা হয়েছে।
১ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ০ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে