মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় চক্রের ৪ সদস্যকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। গত বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার ধরঞ্জি ইউনিয়নের খাংগর হাটখোলা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- জেলার ধরঞ্জি ইউনিয়নের খাংগর হাটখোলা বাজারের আব্দুল লতিফের ছেলে সুজন রহমান (৩৫), একই এলাকার তাজপুরের গোলাম মোস্তফার ছেলে গোলাম রসুল (৩৯), উচনা গ্রামের সুনিল চন্দ্র সরকারের ছেলে বিপ্লব চন্দ্র সরকার (২৭) ও একই গ্রামের হাসান আলী সরকারের ছেলে রুবেল ইসলাম (২৪) বলে জানা গেছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবির খাংগর হাটখোলা বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয়ের দায়ে ৪জন ব্যক্তিকে আটক করা হয়েছে।
পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
১ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ০ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে