জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও একইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকার জাইবর আলীর ছেলে সোহাগ, মৃত তৈমুদ্দিনের ছেলে রায়হান, নিজাম উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম ও লোকমানের ছেলে হারুনুর রশীদ এবং মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত হলেন, গোপালপুর গ্রামের সোলাইমান সরদারের ছেলে সুজন সরদার।এর মধ্যে হারুনুর রশীদ পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর গ্রামের বাদল প্রামাণিকের ছেলে সাহাদুল ইসলাম শহরের স্টেশনরোড এলাকায় কম্পিউটারের দোকান করতেন। সে দোকানে ব্যবসায়ীক লেনদেনের কারণে আসামীদের কাছে তার ৬০ হাজার টাকা পাওনা হলে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। সেই জের ধরে ২০১০ সালের ৬ জানুয়ারি সাহাদুল রতনপুর এলাকার এক বন্ধুর বাড়ি থেকে বেড়িয়ে জয়পুরহাটে আসার পথে বাগুয়ান এলাকায় আসামীরা লাঠি ও গাছের ডাল দিয়ে সাহাদুলের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে একই দিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে ২০২০ সালের ১৪ নভেম্বর পাঁচবিবির উত্তর গোপালপুর গ্রাম থেকে ১১৯ বোতল ফেনসিডিল সহ সুজন সরদারকে গ্রেপ্তার করে র্যাব।
মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
১ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ দিন ২ মিনিট আগে