ক্ষেতলালে প্রয়াত সাংবাদিক কাজী অরূপের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত
জয়পুরহাটের ক্ষেতলালে প্রয়াত প্রবীণ সাংবাদিক ও ক্ষেতলাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী রিয়াজুল কবির অরূপ এর মৃত্যুতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ক্ষেতলাল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় ক্লাবের সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি আ. ন. ম রুহুল আমিন চিশতীর সভাপতিত্বে স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় প্রয়াত সাংবাদিক কাজী রিয়াজুল কবির অরূপের ছোট ছেলে কাজী মারুফ হাসান অমিত বলেন, আমার বাবা ক্ষেতলালের একজন প্রবীন সাংবাদিক। তিনি একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার ও সুরকার সহ নানানভাবে এলাকায় সুপরিচিত ছিলেন। আমার বাবার মৃত্যুর পর ক্ষেতলালে তাকে কেউ মনে রাখেনি। ক্ষেতলাল প্রেসক্লাবে আমার বাবার মৃত্যুতে এমন মহৎ উদ্যোগ নিয়েছেন। তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ক্ষেতলাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আলী (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ একরামুল ইসলাম উজ্জল (দৈনিক ভোরের ডাক), মাহমুদুল হাসান চৌধুরী রকেট (দৈনিক বগুড়া), দপ্তর ও প্রচার সম্পাদক মামুনুর রশীদ পান্না (দৈনিক বাংলাদেশ সময়), সাহিত্য বিষয়ক সম্পাদক এস এম মিলন (দৈনিক আজকের সংবাদ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন (দৈনিক খোলা কাগজ, আইসিটি বিষয়ক সম্পাদক আবু হাসান (দৈনিক মানবজমিন), ক্ষেতলাল পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আলিমজ্জামান সেলিম, জামায়াত নেতা স্বয়ন মৌলভী ও জামায়াত নেতা আব্দুর রহিম প্রমূখ।