জয়পুরহাট র্যাব ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ২০০ পিচ ট্যাপেন্টাডল নামের মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর বদলগাঁছীর জাহানপুর এলাকার হেলাল হোসেনের ছেলে মোঃ জনি হোসেন (১৯) ও আব্দুল মজিদ মন্ডলের ছেলে মোঃ সিফাত মন্ডল (২৩)।
গতকাল রাতে বদলগাছী থানাধীন থুপশহর এলাকায় অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ক্রয়-বিক্রয়ের সময় র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০০ পিচ ট্যাপেন্টাডলসহ তাদেরকে গ্রেপ্তার করে।
এসব তথ্য নিশ্চিত করে আজ দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানান, গ্রেপ্তারকৃত জনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সিফাতের মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু হয়েছে।
১ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে
৮ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে