মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবিতে হত্যা মামলার পলাতক আসামীদের গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম বলেন,মোছা: আয়শা ছিদ্দিকা গত ইং ৩০/০১/২০২৫ তারিখে বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলার পর থেকে আসামীগন পলাতক ছিলেন।দীর্ঘ প্রচেষ্ঠার পর ৫ মার্চ (বুধবার) রাত্রি আনুমানিক ০১.০০ ঘটিকায় বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন বেতগাড়ী বাইপাস মোর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ আয়নাল ইসলাম, মোঃ আল আমিন ও মোঃ শহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ জহুরা বেগম।
মামলার সুত্রে জানা যায় আসামীদের সাথে দীর্ঘদিন যাবৎ বাদীর বাবা সাইদুল ইসলামের সাথে ভাইদের জমিজমা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলিতেছে । এরই ধারাবাহিকতায় গত ২৯/০১/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকায় আসামীরা বাদীর বাবার পৈতৃক সম্পত্তিতে আইল দিয়ে আসে। উক্ত আইল দেওয়াকে কেন্দ্র করে একই তারিখ বিকেল ০৫.৩০ ঘটিকার সময় বাদীর বাবার বসতবাড়ীতে আসে এবং আসামীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামিরা ধারালো দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা করে এবং এক পর্যায়ে সাইদুল ইসলাম কে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে মাথা কেটে রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারার যায়।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন,এবিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হয় মামলার পর থেকে আসামীগণ পলাতক ছিলেন এমতবস্থায় দীর্ঘ প্রচেষ্ঠার পর ৫ মার্চ (বুধবার) রাত্রি আনুমানিক ০১.০০ ঘটিকায় বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন বেতগাড়ী বাইপাস মোর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
১ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে