কিশোরগঞ্জের হোসেনপুরে পৃথক অভিযানে ০৬ জুয়ারি ও এক দণ্ডপ্রাপ্ত আসামিসহ ০৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গত বুধবার(০৫জুলাই) রাতে এসআই সুশান্ত চন্দ্র সরকার,মোঃ শাহিন মিয়া,মজিবুর রহমান ও এএসআই মোঃ শফিউল্লাহর নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে সাড়াষি অভিযানে উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের আলমগীর হোসেনের বসতঘরে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও খেলার সরঞ্জামাদিসহ আশ পাশের এলাকার চিহ্নিত জুয়ারি মোঃ জসিম উদ্দিন (৬৫),মোঃ মকবুল হোসেন (৩৮),মাজহারুল ইসলাম(৩২), মোঃ কুদরত আলী (৪০), মোঃ নুরুল হক (৩৯) ও মোঃ হোসেন আলীকে (৫২) গ্রেপ্তার করে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য,বেশ কিছু দিন ধরে হোসেনপুরের বিভিন্ন জায়গায় জোয়ারিদের উৎপাত বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় গরু চুরিও বৃদ্ধি পায়। তাই এক সাথে জুয়ারির মূলহোতারা গ্রেফতার হওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় অধিবাসীরা জানান।
অপর দিকে গত বুধবার বিকেলে এএসআই মঞ্জুরুল ইসলাম ও মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার জিনারি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত আসামী আবু রায়হানকে (৪৫) স্থানীয় বোর্ডের বাজার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান টিটু আসামিদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
২ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ দিন ৭ মিনিট আগে
৮ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
১১ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২০ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
২৫ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে
২৫ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে