বিধবা লতিফা ঘরের অভাবে কষ্টে দিনাতিপাত করছেন। মুষলধারে বৃষ্টি যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে হতদরিদ্র বৃদ্ধা বিধবা লতিফার । কারণ ওই বৃষ্টির পানিতে তার ঘরের সবকিছুই ভিজে বাসযোগ্যহীন হয়ে পড়ে। কেননা ভাঙা চালার একমাত্র কুপড়ি ঘরই যে তার সহায় সম্বল।তাই রোদ বৃষ্টিকে সঙ্গী করেই এ কুপড়ি ঘরে দিন কাটাতে বাধ্য হচ্ছেন হতদরিদ্র বিধবা বৃদ্ধা লতিফা।
তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সুরাটি গ্রামে। স্বামী সাইদুর রহমান খান মারা গেছেন সংগ্রামের পর পরই।আপন বলতে ছিল লতিফার তিন মেয়ে । তিন মেয়ে নিয়ে কোন রকম খেয়ে পড়ে দিন চলছে। মেয়েদের বিয়ে দিয়ে একাকী ভাঙ্গা জরাজীর্ণ ঘরে দিন কাটিয়ে যাচ্ছেন এই বৃদ্ধা মহিলা।
গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরানো টিনের ভাঙা চাল আর ভেড়ার একটি কুপড়ি ঘরে বসবাস করছেন লতিফা৷ তার ঘরের সবকিছুই বৃষ্টির পানিতে ভেজা। নিজের কোনো সহায় সম্বল নেই যে তিনি নতুন একটি ঘর তৈরি করবেন।
এ সময় বৃদ্ধা লতিফা জানান, বৃষ্টিতে ভিজেই প্রতিনিয়ত এ ঘরেই তার থাকতে হয় তার। ঘরটি মেরামত করার মতো তার কোনো সহায় সম্পদ নেই৷তাই সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তিনি কিছু টিন অথবা একটি ঘরের আকুতি তার।যেন বাকী জীবন একটু শান্তিতে বসবাস করতে পারেন।
২ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯ দিন ১৫ ঘন্টা ১০ মিনিট আগে
১১ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
২০ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
২৫ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
২৫ দিন ১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে