ঈদে ঘুরতে গিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোঃ সওবান রহমান (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ছিনাই বাজারের কাছে এ ঘটনা ঘটে। নিহত সওবান কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামের মোঃ লিপটন ব্যাপারী ছেলে। সে কুড়িগ্রাম সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্র ছিল।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, ঈদ উপলক্ষে নিহত সওবান তার সমবয়সী আরও দুইজনকে মোটরসাইকেলে নিয়ে দাশেরহাট বাজার থেকে ছিনাই বাজারে যাচ্ছিল ঘুরতে। এসময় ছিনাই বাজারের কাছাকাছি পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে থাক্কা লেগে ঘটনাস্থলেই চালক সওবানের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এবিষয়ে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, দুর্ঘটনার খবর শুনেছি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।
১ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে