কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৪০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক করবারিরা হলো উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট-খাটামারী গ্রামের ২ নং ওয়ার্ডের মৃত মকবুলের ছেলে শফিকুল ইসলাম (৩৮) ও ৪ নং ওয়ার্ডের নছর উদ্দিনের ছেলে জুয়েল রানা (২১)। তাদেরকে আটকের সময় তাদের সঙ্গে থাকা ২ জন মাদক কারবারি পালিয়ে যায়।পুলিশ সূত্রে জানা যায়, থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল রাত আনুমানিক পৌনে ৪ টার সময় জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী মৌজার বড় খাটামারী মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জয়মনিরহাট থেকে ক্যাম্পের মোড়গামী কাঁচা পাকা পরিত্যক্ত রেলওয়ে রাস্তার উপর হতে তাদের হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতর ৪০ (চল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, প্রতিটি বোতল ১০০ মি.লি করে মোট ওজন (১০০x৪০)=৪০০০ মি.লি, উদ্ধার করে।আরো জানা যায় যে, আসামীদ্বয়কে মাদকদ্রব্য ফেন্সিডিল এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, পালাতক আসামীদের সহযোগিতায় পরস্পর যোগসাজসে উক্ত ফেন্সিডিল ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয় ও পলাতক ০২ জন সহ মোট ০৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(খ)/৪১ মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদ্বয়কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরো জোরদার করা হবে।
১ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে