কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়
খালের পানিতে ডুবে আপন দুই চাচাত জ্যাঠাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
মাহাদী (১৩) ও ফারাবী (১২) নিহত ওই দুই শিশু রাজারহাট উপজেলার নাজিম খাঁন ইউনিয়নের আলসিয়া পাড়া এলাকার সাজিদুল ইসলাম সাজু ও সোহান মিয়ার ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিম খাঁন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া।
স্থানীয় সুত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি খাল থেকে মাটি উত্তলোন করে
নিহতের পরিবার। পরে সেই খালটি গভীর গর্তে পরিনত হয়ে পানি জমে। দুপুরের দিকে পরিবারের অজান্তে শিশু দুটি খালের পানিতে পড়ে যায় । পরিবারের লোকজন তাদের কোথায় খুঁজে না পেয়ে এক পর্যায়ে খালের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নাজিম খাঁন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া বলেন, আমার ইউনিয়নের আলসিয়ার পাড়া এলাকায় দুপুরের দিকে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে শুনেছি।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে কেউ অফিসিয়ালী ভাবে আমাকে জানায়নি।
১ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে