পীরগাছার সন্তান নাজমুচ্ছাকিব ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক হওয়ায় উপজেলা ছাত্রদলের সংবর্ধনা সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অভয়নগরে ইহইয়াঊল উলুম মাদ্রাসার বয়স্ক ছাত্রদের বিরল কৃতিত্ব মৌলভীবাজারে তাপদাহ ও বৃষ্টির অভাবে চা শিল্পে ক্ষতির শঙ্কা ঈশ্বরগঞ্জে ঈদের বন্ধের মাঝেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বভাবিক প্রসূতি সেবা অব্যাহত মধুপুরে মহা অষ্টমীতে বংশাই নদীতে পুণ্যার্থীদের ঢল কিশোর চালককে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট, থানায় অভিযোগ দেশের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি রাশেদ ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারী অষ্টমী স্নান ঘাটে গঙ্গাঁ মন্দিরের উদ্বোধন পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনা রোগীদের চাপ ; গত আট দিনে ১০৮৫ জন রোগী ভর্তি খুরুশকুলে অপহরণকারীদের কবল থেকে কিশোর উদ্ধার, মূল হোতা হৃদয় পলাতক হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা দৌলতদিয়া যৌনপল্লীতে গলায় ফাঁস নিয়ে যৌনকর্মীর আত্মহত্যা। ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু ঈদের চারদিন পার হলেও দৌলতদিয়া ঘাট শহর মুখী মানুষের ভীর। আক্কেলপুর আওয়ামীলীগ নেতা মেয়র শহীদুল আলমের ভাইয়ের পা রগ কাটল দুর্বৃত্তরা আশাশুনির বিছট খোলপেটুয়া নদী ভাঙ্গনের রিং বাঁধ ৫ দিন পর অবশেষে সম্পন্ন । দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা ফারুক মাষ্টার গ্রেফতার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ " প্রবাসীর দোকান ভাংচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে "

গত ১লা মার্চ একটি অনলাইন নিউজ পোর্টালে ‘প্রবাসীর দোকান ভাংচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন রুহুল আমিন মামুন,পিতা-মৃত আলী আকবর মোল্লা, সাং- পূর্বলাছ, থানা- রায়পুর, লক্ষ্মীপুর।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। । আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। উক্ত নিউজে নামে আমার বিরুদ্ধে চাঁদা গ্রহণের যে অভিযোগ করা হয়েছে তা ভূয়া। প্রকৃত ঘটনা  ঘটনার এই যে নিম্ন তফসিলকৃত সম্পত্তি আমার পিতার লোকান্তরে ওয়ারিশ সূত্রে এবং হেবা সুত্রে মালিক ও দখলদার নিযুক্ত হই । সম্পত্তি আমার বায়ার আর এস ১৮ নং খতিয়ানের রেকর্ডভুক্ত হয় পরবর্তীতে আমি নিজে নামে ১১১২ নং খারিজি খতিয়ান সৃজন করে তফসিলকৃত সম্পত্তির হাল সন পর্যন্ত খাজনাদি পরিশোধ করে আসছি। তফসিলকৃত সম্পত্তি ভীটি প্রকৃতির হয়। তফসিলকৃত সম্পত্তিতে আমি একখানা দোতলা টিনের ঘর নির্মাণ করিয়া শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া আসিতেছি। কিন্তু বিবাদীগণ আমার দোতলা টিনের ঘরটি কয়েকবার ভাঙচুর করার চেষ্টা করে। বিষয়টি নিয়ে আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতে একটি মিস মামলা দায়ের করি যাহা নং ৩৩৬/২১ ইং, উক্ত মামলার রায় আমি পাইয়া পুনরায় শান্তিপূর্ণভাবে বসবাস করিতে থাকি। কিন্তু বিবাদীগণ উদ্দেশ্য প্রণোদিতভাবে শান্তি ভঙ্গের জন্য আমাকে উচ্ছেদ করতে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে এবং আমার নির্মাণকৃত দোতলা টিনের ঘর ভেঙে আমাকে উচ্ছেদ করার চেষ্টা করে। সর্বশেষ গত ০৫/০৯/২০২২ ইং তারিখ রোজ সোমবার অনুমান দুপুর ১ঃ৩০ বিবাদীগণ ও তাদের সাথে থাকা অজ্ঞাতনামা সন্ত্রাসী লোকজন নিয়া আমার নির্মাণাধীন দোতলা টিনের ঘরের তালা ভেঙে জোরপূর্বক ভাবে সম্পূর্ণ অনধিকারভাবে প্রবেশ করে। আমি খবর পাইয়া বিবাদীগণকে বাধা প্রদান করিতে গেলে বিবাদীগণ উত্তেজিত হইয়া আমাকে ও আমার স্ত্রীকে মারধর করিতে উদ্যত হয়। আমি বিবাদীদের ইত্তকার কার্যকলাপে বাঁচার জন্য শেঅল চিৎকার করে আশেপাশের লোকজন এবং সাক্ষীগন দৌড়ায় আসিয়া আমাদের উদ্ধার ও রক্ষা করে।বর্তমানে বিবাদীগণ আমার দোতলা টিনের ঘরে অবস্থান করিতেছে এবং ঘরে থাকা আসবাবপত্র ভেঙে প্রায় ৩০-৩৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। আমি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তাহারা আমাকে আইনের আশ্রয় গ্রহণে পরামর্শ প্রদান করেন। আমি আমার দখলীয় ভূমি ও বসতঘর পুনরুদ্ধার করিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ অর্ডার রুল, সিনিয়র সহকারি জজ আদালত লক্ষীপুর দেওয়ানী মামলা নং ১২৮/২০২৫ জমিতে স্থিতাবস্থা বজায় রাখা নির্দেশ প্রদান করেন। তফসিল ভূমি জিলা লক্ষ্মীপুর, উপজেলা রায়পুরের অন্তর্গত ১৩ নং পূর্বলাছ মৌজার সিএস-246 নং খতিয়ান এস এ ৩১৮ খতিয়ানভুক্ত ৮৪৬ দাগে ২২১ ডিং অন্ধরে ৭ ডিং ভূমি। যাহা হাল রিভিশন জরিপী ২২ নং পূর্বলাছ মৌজার আর এস ১৮ নং খতিয়ানভুক্ত ১২৬৩ দাগে ১ আনা ১৫ ডিসিম অন্তরে ৭ ডিসিম ভূমি।

 একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া দলিল কাগজ তৈরি করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি। বক্তব্যে তিনি বলেন পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। আমার সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। অসত্য মিথ্যা ঘটনা সমর্থন করতে পারেন না বিদায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

প্রেস বিজ্ঞপ্তি।

Tag
আরও খবর