উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে : আসিফ নজরুল পুলিশের নতুন লোগো প্রকাশ ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক কারাগারে অভিনেত্রী মেঘনা আলম মিয়ানমারে ফের ভূমিকম্প বেড়েছে সবজির দাম, সংকট সয়াবিন তেলের বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম আশাশুনিতে দেল ও চড়ক পূজার ঐতিহায্য ম্লান হতে শুরু করেছে। আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০ বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচী শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৮০ জন এডভোকেট এরফানুর রহমান মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবি হিসাবে তালিকাভুক্ত হওয়ার ১০ বছর পূর্ণ হল। চিলমারীর সিমান্তে মা ও মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় ২ গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ইসলামপুরে পরীক্ষা চলাকালে খোলা রাখায় ফটোকপির দোকান সিলগালা, ২ কর্মচারী আটক রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারিসহ গ্রেপ্তার-৩ বাকৃবি উপাচার্যের সাথে চাইনিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিল মাসুমা লালপুরে বসুন্ধরা শুভসংঘের অভিভাবক সমাবেশ কালিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি আটক

শিবচরে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের চারা বিতরণ

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-07-2023 03:23:03 pm


দেশীয় ফুল ও ফল উৎপাদনের পরিধি বাড়াতে মাদারীপুরের শিবচর উপজেলায় অভয়ারণ্য নেচার কনর্জাভেশন ফাউন্ডেশনের উদ্যোগে নবপ্রভা, বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন দেশ ও আনন্দ গণগ্রন্থাগারের সহযোগিতায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে ৩০০টি দেশীয় ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।


শুক্রবার (২১ জুলাই) সকালে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব (হাতির বাগান) মাঠে শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করা হয়েছে। একইসঙ্গে পরিচর্যার পরামর্শও দেওয়া হয়েছে।


এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বিশ্ব খাদ্য সংস্থার পল জেস্কিয়ারনাক, বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের সভাপতি শাহরিয়ার হাসান খান রানা, শিবচর নন্দকুমার ইন্সটিটিউশনের সহকারী প্রধান শিক্ষক ইমাম হোসেন হাওলাদার, নবগ্রভার সম্পাদক লিটন সেন এবং কার্যকরী সদস্য মাহবুবা রহমান তিষা, স্বেচ্ছাসেবী সংগঠন দেশ এর সভাপতি ওয়াহিদুজ্জামান, আনন্দপঠ গণগ্রন্থাগারের সভাপতি সুমন হাওলাদার, স্বেচ্ছাসেবী সংগঠন দেশ'র সাধারণ সম্পাদক সানাউল্লাহ, অভয়ারণ্য'র সভাপতি শ্যামল কান্তি সরকার এব সাধারণ সম্পাদক সহদেব চন্দ্র মজুমদার, সাংবাদিক এস.এম. দেলোয়ার হোসাইনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

 

বিতরণকৃত চারা গাছের মধ্যে রয়েছে- সোনালু, হিজল, আমচন্ডুল, নিম, গোলাপ জাম, কালো জাম, আমড়া, লটকন, জলপাই, বেল, চালতা, তেঁতুল, বাতাবিলেবু, বিলাতি গাব, দেশি গাব, কাঁঠাল, আমলকি, পেয়ারা, আম, আনাড়, ডেউয়া, চাপালিশ, নিম, কাঞ্চন এবং দেশি খেজুরের গাছ।


বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের সভাপতি শাহরিয়ার হাসান খান রানা বলেন, আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন রকম দেশি ফল গাছের সমাহার ছিল। দিনদিন সেগুলোর এখন প্রায় বিলুপ্তর পথে।




বিলুপ্ত প্রায় এসব ফলের গাছ সম্প্রসারণ করাই মূল উদ্দেশ্য। তাছাড়া একটি গাছ একটি পরিবারের সম্পদ। একটি ফলের গাছ থেকে একটি পরিবারের যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে তেমনি অতিরিক্ত ফল বিক্রি করে পারিবারিকভাবে লাভবান হবে। এসব কার্যক্রম সারাদেশে সম্প্রসারিত হলে পুষ্টিচাহিদার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

 

বিশ্ব খাদ্য সংস্থার পল জেস্কিয়ারনাক বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে মানুষকে রক্ষা করে বাসযোগ্য দেশ গড়তে সকলকে দেশীয় প্রজাতির ফলের চারা রোপন করতে হবে। ফল আমাদের স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী। প্রতিটি মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় যেকোন ধরণের একটি ফল অবশ্যই থাকা উচিৎ নিজের সুস্বাস্থ্যের জন্যেই। ফল সম্পুর্ণই একটি প্রাকৃতিক উপাদান, তাই ফল খাওয়ার ফলে আপনি অনেক বেশী এনার্জি পাবেন এবং সুস্থ অনুভব করবেন। তাই সকলে নিজ নিজ স্থান থেকে ফলের চারা রোপন করা উচিৎ।

আরও খবর