মাদারীপুরের কালকিনিতে অগ্নিকান্ডে ২টি বসতঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবারবার সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডে শিকারমঙ্গল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মানিকের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও দুটি ঘরের সকল মালামালসহ পুড়ে ছাঁই হয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, সকালে চান মিয়া বেপারীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই কাওসার বেপারীর ঘরেও আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্থ কাওসার বেপারী জানান, আগুনে ২টি বসত ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার ছোট ভাই বাবু বেপারীর বিদেশে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্রসহ নগদ ৭০ হাজার টাকা ঘরে ছিল তাও পুড়ে গেছে। অগ্নিকান্ডে আমাদের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। নিঃস্ব হয়ে গেছি আমরা ২টি পরিবার। সরকারের কাছে আমরা সহযোগীতা চাই।
স্থানীয় পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন বেপারী জানান, অগ্নিকান্ডেে ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছি এবং ক্ষতিগ্রস্থদের পরিবারকে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী ও শাড়ি-লুঙ্গি কিনে দিয়েছেন।
১৬ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৬১ দিন ১৭ মিনিট আগে
৬৪ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
৬৬ দিন ৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮০ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৮২ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৯৯ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে