মাদারীপুর ডাসার ইউপি চেয়ারম্যান পুত্রকে গাঁজাসহ গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।
কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধিঃ
মোঃমানিক তালুকদার
মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার এর পূত্র দিগন্ত তালুকদার(২৫)কে গাঁজাসহ আটক করেছে ডাসার থানা পুলিশ।এনিয়ে পুরো উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
(২০ আগস্ট) সকালে দিগন্ত তালুকদারকে নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমাথা এলাকা থেকে গ্রেফতার করে (২১আগস্ট) দিগন্ত তালুকদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত দিগন্ত তালুকদার উপজেলার শশিকর নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডাসার উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য দুলাল তালুকদারের ছেলে।
এবিষয়ে স্থানীয়ারা জানান,গত রোববার দুপুরে ডাসার থানা এলাকার শশিকর চৌমাথা নামক স্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপতার করা হয়।
এসময় মোটরসাইকেলে আসা দিগন্ত তালুকদারের বডি তল্লাশি করা হয়। পরে তার প্যান্টের পকেটের ভেতর থেকে দুই পুরিয়া (৫ গ্রাম) গাঁজা জব্দ করে ডাসার থানা পুলিশের এস আই সাহাবুদ্দিন খান তাকে আটক করে থানায় নিয়ে যায়।
রাতে তার বিরুদ্ধে ডাসার থানার এস আই সাহাবুদ্দিন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামি দিগন্ত তালুকদারকে আদালতে পাঠায় পুলিশ।
৯ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে
৫৪ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৫৮ দিন ৩২ মিনিট আগে
৫৯ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
৭৩ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
৭৫ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৯৩ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে