শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিদুল হাওলাদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো হুজাইফা পিতা সুরুজ মুন্সি ও হামিম পিতা বাকের মোল্লা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় আজ বেলা একটার দিকে সাত আটজন শিশু গোসল করার উদ্দেশে পুরাতন পদ্মা নদীর উপর নির্মিত আমজাদ উকিল সেতুর নিচে যায়। এরপর সবাই মিলে সেতুর মাঝ বরাবর পিলারে সাতার কেটে যাবার সময় হুজাইফা ও হামিম পানিতে ডুবে যায়। এরপর বাকি শিশুরা পরিবার ও স্থানীয়দের খবর দিলে তারা হুজাইফা ও হামিম কে উদ্ধার করে পাচ্চর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তাদের পরিবারে এখন শোকের মাতম চলছে।
৯ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে
৫৪ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৫৮ দিন ৩৪ মিনিট আগে
৫৯ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
৭৩ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে
৭৫ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৯৩ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে