মাদারীপুরের ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।
মাদারীপুরের ডাসারে সুমন মাতুব্বর (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রেজানাগেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. নাসির সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মাইজপাড়া এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক সুমন মাতুব্বর কাজী বাঁকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের সোনামু্দ্দিন মাতুব্বরের ছেলে।খোঁজ নিয়ে জানাগেছে সুমন মাতুব্বর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।তিনি এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার হয়েছেন।
এব্যপারে ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলাম বলেন, সুমন মাতুব্বর নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
৯ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে
৫৪ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৫৮ দিন ৩২ মিনিট আগে
৫৯ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
৭৩ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
৭৫ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৯৩ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে