উৎসব
মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা সাংবাদিক
ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১ এর ভোট গ্রহণ শুরু হয়েছে।
আজ শুক্রবার (২০ আগস্ট ২১ ইং) সকাল ৯ টা থেকে নির্ধারিত ভোট কেন্দ্র ৪৮ নং রাজৈর সরকারি মডেল স্কুলে ভোট গ্রহণ শুরু হয়েছে।
রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের নির্বাচনে ১৩ টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারটি পদ ব্যতীত প্রতিটি পদেই লড়াই হওয়ার ইঙ্গিত মিলেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে শেখ মতিউর রহমান, দপ্তর সম্পাদক পদে কাজী নজরুল ইসলাম , কোষাধ্যক্ষ পদে মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, কার্যকরী সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের মোট ৫৬ জন ভোটার (সদস্য) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ২ জন নারী (সদস্য) ভোটার রয়েছেন। ব্যালট পেপার এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নেই কোন মার্কা, প্রার্থীগণের নাম ও ভোটার নম্বর। সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
ভোট কেন্দ্রের সামনে সকল প্রার্থী ও তাদের সমর্থকরা সতর্ক অবস্থায় রয়েছেন।
সুষ্ঠভাবে নির্বাচনের জন্য ভোট গ্রহণ কর্মকর্কতা, প্রিজাইডিং অফিসার নিয়োজিত রয়েছেন। এছাড়াও পুলিশ, র্যাবের টহল টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসন সুষ্ঠ নির্বাচনের জন্য তৎপর রয়েছেন।
রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের প্রধান নির্বাচন কমিশনার বলেন, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শুরু হয়েছে। ভোটকেন্দ্রে কোনো অনিয়ম হলে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হবে। অনিয়মে জড়িত লোকজনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।
৯ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে
৫৪ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে
৫৮ দিন ১১ মিনিট আগে
৫৯ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭৩ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে
৭৫ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৯৩ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে