"আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ" এ কথাটি কিভাবে বাস্তবায়ন করা সম্ভব? যদি অসংখ্য শিশু পথের ধারে অবহেলায় ঝড়া পাতার মতো জীবন সংগ্রামে ঝড়ে যায়। আপনার আমার চারপাশের পরিবেশে এমন শত সহস্রাধিক পথশিশু প্রতিনিয়ত ঘুরে বেড়ায়, যারা জানে না তাদের শিকড়ের ঠিকানা।
অভিভাবক বিচ্ছিন্ন এ সকল শিশুই পর্যাপ্ত শিক্ষা আর নৈতিকতার অভাবে একদিন এই সমাজের হিংস্র মানুষে পরিনত হতে পারে। তখন তাদেরকে গালিগালাজ করা আপনার পক্ষে মোটেই সমীচীন নয়। কারণ যাকে আপনি আলো আর অন্ধকারের শিক্ষাটাই দিতে পারেন নি, তার জন্য অন্ধকারে যাওয়াটা কি স্বাভাবিক নয়?
তাই আমাদের সমাজের সকলেরই উচিৎ সমাজের ঝড়ে পড়া এ সকল শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলতে এবং তাদেরকে প্রকৃত মানুষ হতে সাহায্য করা। কারণ এরাও শিশু, এদের হৃদয়টাও কোমল। এরা ঠিক কাচা মাটির মতো। এদেরকে আপনি যেভাবে গড়বেন এরা তেমনিভাবে গড়ে উঠবে। ঠিক এমনিভাবেই পথের ধারের এ সকল ছিন্নমূল শিশুদের নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে "বাংলাদেশ হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন"। পথশিশুদের ধারাবাহিক শিক্ষা এবং শিক্ষাসামগ্রী বিতরণ সহ যখন যেভাবে সম্ভব হয় তখনই পথশিশুদের মাঝে উপাদেয় খাবার তুলে দিতে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। সংগঠনটির নিজস্ব কোন অর্থায়ন না থাকলেও সকলের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা নিয়েই অসহায় শিশুদের পাশে দাড়াচ্ছে তারা।
তারই ধারাবাহিকতায় গতকাল ১৪ ই এপ্রিল শুভ নববর্ষ উপলক্ষে কোমলমতি শিশুদের মাঝে ৩০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্হিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মামুন খান।
আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মুন্সিগঞ্জ জেলা সভাপতি জয় দেব শর্মা,ঝালকাঠি জেলা সভাপতি শরীফুল ইসলাম, সিলেট জেলা সভাপতি সঞ্জয় চৌহান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
১২ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৭ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৮ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
২১ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
২৪ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
২৮ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৪ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৪৫ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে