আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে জোরালো আহবান জানিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। তাই প্রতিটি জেলার মতো নারায়ণগঞ্জ জেলাতেও নেতাকর্মীদের জন্য রয়েছে বাড়তি চাপ।
গত বছরের ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি গঠন ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করে আওয়ামী লীগের হাই কমান্ড। এক্ষেত্রে দ্রুত মহানগরের আওতাধীন কমিটি গুলো সম্মেলনের মাধ্যমে গঠন করার নির্দেশ দেয় কেন্দ্র। এরপর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সমন্বয়ে অনুষ্ঠিত হয় মহানগরের আওতাধীন ১১-২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন। তবে তারপর থেকেই স্থির হয়ে পরে কার্যক্রম। তবে বেশ কিছু সম্মেলনের পরে সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহার মাঝে মতের অমিল প্রকাশিত হয়। যার ফলে হটাৎ করেই মহানগর আওয়ামী লীগের ১নং সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে, আনোয়ার হোসেন দেয়া শুরু করেন কড়া বক্তব্য। নির্বাচনের প্রস্ততি হিসেবে গত ৫ মে থেকে মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড গুলোতে শুরু হয় কর্মী সভা। গত ৫ ও ৬ মে আয়োজিত ২২-২৬ নং ওয়ার্ডের কর্মী সভায় নামে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় । তবে সেখানে উপস্থিত ছিলেন না মহানগরের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। আর এনিয়ে শহর জুড়ে চরছে নানা আলোচনা সমালোচনা।
এদিকে মহানগরের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছেন এবং বেশ জোরালো ভাবে প্রচারণা চালাচ্ছেন। মনোনয়ন নিশ্চিতে আনোয়ার হোসেনের পাশে রয়েছেন নারায়ণগঞ্জের বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। এক্ষেত্রে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকার প্রার্থী দিলে হতে পারে আনোয়ার হোসেনের স্বপ্ন পূরণ। তবে, এবারও মহাজোটের অংশ জাতীয় পার্টির জন্য দুইটি আসন ছাড় দেয়া হতে পারে বলে অনেকেই মনে করছেন। সেক্ষেত্রে আনোয়ার হোসেনের মনোনয়ন প্রত্যাশা পূরণ নাও হতে পারে।
১২ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে
১৭ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে
১৮ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে
২১ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে
২৪ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৯ দিন ৯ মিনিট আগে
৩৪ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৪৫ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে